গোলাপগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২০
০৩:৫৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২০
০৩:৫৮ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে ৫ কোটি ২৪ লাখ টাকা জরিমানার দণ্ডপ্রাপ্ত ৮টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মোড়ারকিয়ার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল মনাফের ছেলে লায়েক আহমদ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক অনুজ কুমার দাশের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তিনি ৬টি সিআর মামলার সাজাপ্রাপ্ত ও আরও দু'টি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ৪ বছর ৫ মাস বিনাশ্রম কারাদণ্ডসহ ৫ কোটি ২৪ লাখ ৪২ হাজার ৩৬২ টাকা জরিমানা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
এফএম/আরআর-১০