ছাত্রাবাসে ধর্ষণকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে বিচার বিভাগীয় অনুসন্ধান কমিটি

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০২, ২০২০
০৯:৪৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২০
০৯:৪৪ পূর্বাহ্ন



ছাত্রাবাসে ধর্ষণকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে বিচার বিভাগীয় অনুসন্ধান কমিটি
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচারিক অনুসন্ধান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুসন্ধান কমিটির সদস্যরা এমসি কলেজ ছাত্রাবাস পরিদর্শনের মাধ্যমে অনুসন্ধান কাজ শুরু করেন। জানা যায়, সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমানের নেতৃত্বাধীন কমিটির সদস্যরা গতকাল দুপুরে কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন। এরপর ছাত্রাবাসে যান তারা। এ সময় ছাত্রাবাসের নবনির্মিত ভবনসহ বিভিন্ন হল পরিদর্শন করেন। কমিটির সদস্যরা ধর্ষণ ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। এ সময় কমিটির সদস্য মহানগর মুখ্য হাকিম মো. আবুল কাশেম ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিুনুন নেছাও। এ বিষয়ে জানতে তদন্ত কমিটির সদস্য ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘তদন্তাধীন বিষয়ে কোনো কিছু বলতে চাই না।’ এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা অনুসন্ধানের জন্য গত ২৯ সেপ্টেম্বর এই কমিটি করে দেন উচ্চ আদালত। এই কমিটিকে পনেরো দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। খবর পেয়ে তরুণীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শাহপরান থানা পুলিশ। এ ঘটনায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শাহপরাণ থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণীর স্বামী। এজাহারভুক্ত ছয় আসামিসহ মোট ৮ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তে এমসি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। বিএ-০১