জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ০২, ২০২০
০৬:৩৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২০
০৬:৩৪ অপরাহ্ন



জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের আহবানে জৈন্তাপুর উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলার চিকানাগুল বাজারে অনুষ্ঠিত হয়েছে।

জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মো. মইনুল হোসাইনের সভাপতিত্বে এবং মো. কামরুজ্জামান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি এ টি এম বদরুল ইসলাম, সহ-সভাপতি মাস্টার নুরুল ইসলাম, মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামাল উদ্দিন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াছ উদ্দিন, আইনজীবী পরিষদের সদস্য সচিব মো. আব্দুল্লাহ, বন ও পরিবেশ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী, যুব পরিষদের যুগ্ম-আহ্বায়ক ইমাম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সকল সদস্যদের উপস্থিতিতে জৈন্তাপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হবে।

 

আরকে/আরআর-০৭