১৯৯ দিন পর ম্যাচ খেলল টাইগাররা

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০২, ২০২০
০২:৫৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২০
০২:৫৬ অপরাহ্ন



১৯৯ দিন পর ম্যাচ খেলল টাইগাররা

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। শুক্রবার ১৯৯ দিন পর ক্রিকেট ম্যাচ খেলতে নামল টাইগাররা।  
প্রথম দিনে ওটিস গিবসন একাদশকে ২৩০ রানে গুটিয়ে দিয়েছে রায়ান কুক একাদশ। ৪৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলিং করেন তাসকিন। তাইজুল ইসলাম ৭০ রানে পান ৩ উইকেট।
দলের হয়ে ৮৬ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার সাইফ। ছয়ে নামা সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৭১ বলে ৫১ রানের ইনিংস।
সকালে ব্যাট করতে গিয়েই তাসকিনের গতির তোপে পড়ে গিবসন একাদশ। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা এই পেসার বাড়তি বাউন্স আর গতি দিয়ে ভুগাতে থাকেন ব্যাটসম্যানদের। ইমরুল কায়েসকে আউট করে শুরুতেই উইকেট নেন তাসকিন। পরে ৪২ রান কর নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিও ও ৩৪ মাহমুদউল্লাহ রিয়াদকে ক্যাচ বানিয়ে ফেরান তিনি।
গেল জিম্বাবুয়ে সিরিজে দারুণ ছন্দে থাকা লিটন দাস রানের দেখা পাননি। পেসার খালেদ আহমেদের বলে মাত্র ৭ রানেই বোল্ড হয়ে যান এই ডানহাতি ব্যাটসম্যান। টেস্টে ফেরার লড়াইয়ে থাকা মাহমুদউল্লাহ ৭৪ বলে করেছেন ৩৪ রান।
দলের বিপর্যয়ে নেমে ১০ চারে ৫১ করে সাইফুদ্দিনের শিকার হন সৌম্য। অনিয়মিত স্পিনার মোহাম্মদ মিঠুন শেষ বিকেলে দুই উইকেট নিয়ে মুড়ে দেন ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
ওটিস গিবসন একাদশ প্রথম ইনিংস:  ৬৩. ৪ ওভারে ২৩০ ( সাইফ ৬৪, ইমরুল ৭, শান্ত ৪২, মাহমুদউল্লাহ ৩৪, লিটন ৭, সৌম্য ৫১, মোসাদ্দেক ১৩, নাঈম ০, মোস্তাফিজ ০, ইবাদত ৪, হাসান ০* ; তাসকিন ৩/৪৫, আল-আমিন ০/১৯, সাইফুদ্দিন ১/৩০, খালেদ ১/৫৫, তাইজুল ৩/৭০, মিঠুন ২/৫)
এএন/০৬