দোষ স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০২, ২০২০
০৮:৫৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২০
০৯:১১ অপরাহ্ন



দোষ স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি সাইফুর, অর্জুন ও রবিউল।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান এবং সিলেট মহানগর হাকিম-২ সাইফুর রহমানের আদালতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী। তিনি জানান, ‘এই তিন আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।’

আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ও রাতে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালতে মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও ৪ নম্বর আসামি অর্জুন লস্কর জবানবন্দি দেন। আর রাতে সিলেট মহানগর হাকিম-২ সাইফুর রহমানের আদালতে জবানবন্দি দেন মামলার ৫ নম্বর আসামি রবিউল ইসলাম।

এর আগে গত সোমবার ধর্ষণ মামলায় এজাহারভুক্ত এই তিন আসামিকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। এ মামলায় বর্তমানে আরও পাঁচ আসামি রিমান্ডে রয়েছেন।

আজ দুপুরে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তাদেরকে আদালত প্রাঙ্গণে হাজির করে শাহপরান থানা পুলিশ। 

প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজ ছাত্রাবাস এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজন আসামিসহ ৯ জনকে আসামি করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন, এমসি কলেজ ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, অর্জুন লস্কর, বহিরাগত ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমদ। মামলার অপর তিন আসামি অজ্ঞাত। এজাহারভূক্ত ছয় আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করে পাঁচদিন করে প্রত্যেককে রিমান্ডে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

আরসি/এনএইচ/এএফ-০৭