‘ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় পিপলস পার্টি’

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৩, ২০২০
০৫:০২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২০
০৫:০২ পূর্বাহ্ন



‘ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় পিপলস পার্টি’
সিলেটে মতবিনিময় সভা

এ দেশে রাজনীতি এখন একতরফা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি চেয়ারম্যান মো. বাবুল সরকার চাখারী। তিনি বলেছেন, দেশে আজ ভোটের অধিকার নেই। আমরা চাই সেই অধিকার ফিরিয়ে দিতে চাই। গতকাল শুক্রবার বিকেলে সিলেটে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি জানান, সারা দেশে কমিটি গঠনের লক্ষ্যে সিলেট থেকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি। আগামী জাতীয় সংসদকে সামনে রেখে ওই কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজও শুরু হয়েছে। 

সিলেট মহানগর সম্মেলন সফলের জন্য সকলের সহযোগিতা কামনা করে বাবুল সরকার চাখারী বলেন, ‘ইতোমধ্যে দেশের ১৮টি জেলায় কমিটি করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের আগে সবকটি জেলা ও মহানগর এবং উপজেলা কমিটি করা হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসের উপর দাঁড়িয়ে আমরা দেশ বিনির্মাণ করতে চাই।’ দেশটা একটা জায়গায় দাড় করাতে বিপিপি কাজ করছে বলে জানান তিনি। 

কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক সিদ্দিকুর রহমানের পরিচালনায় মতবিনিময়কালে বক্তব্য দেন, দলের মহাসচিব জাফরুল্লাহ চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম খান রন, আতিকুর রহমান আতিক, নাজমা আক্তার, ভাইসপ্রেসিডেন্ট মাহফুজা বেগম, রুজি আক্তার মনি, যুগ্ম মহাসচিব আফতার উদ্দিন, সিলেটের সমন্বয়ক তালুকদার মকবুল হোসেন, মহানগর সভাপতি এমএ সালাম প্রমুখ।