সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৩, ২০২০
০৫:১২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৩, ২০২০
০৫:১২ পূর্বাহ্ন
এমসি কলেজে ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তিন দফা দাবিতে আজ শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমসি কলেজ অভিমুখে পদযাত্রা করবে প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলা শাখা। পদযাত্রা সফল করতে গতকাল শুক্রবার বিকেলে নগরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
বিকেল ৫টায় নগরের জিন্দাবাজার, জেলরোড, বন্দরবাজার আশপাশ এলাকায় গণসংযোগ করেন ছাত্রজোটের নেতৃবৃšদ। এসময় লিফলেটও বিতরণ করা হয়। গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্মা, ছাত্র ইউনিয়ন মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদ, ছাত্র ফ্রন্ট মদন নেতা নিশাত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করলেও তাদেরকে বিচার কিংবা শাস্তির আওতায় আনা হয়নি। তাই এমসি ছাত্রাবাসে গণধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করতে হবে। এসব সন্ত্রাসীর মদতদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে।’ তারা কলেজ বন্ধ থাকার পরও ছাত্রাবাস খোলা রাখায় কলেজ প্রশাসনের সমালোচনা করেন এবং কলেজের অধ্যক্ষ এবং হোস্টেল সুপারের পদত্যাগ দাবি করেন। কলেজ ক্যাম্পাসকে ‘দখলদারিত্ব’ মুক্ত করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে আজ পদযাত্রা অনুষ্ঠিত হবে জানিয়ে এতে সকল শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান।
বিএ-০৩