সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৩, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৩, ২০২০
০৭:০৬ পূর্বাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার তোলপাড়ের মধ্যেই আবারও সিলেট নগরে ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার নগরের দাঁড়িয়াপড়া এলাকায় এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযাগ পাওয়া গেছে। অভিযুক্তের নাম রাকিব হোসেন নিজু (২০)। সে মদন মোহন কলেজের শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
ধর্ষণের শিকার কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে।
কিশোরীর পরিবারের অভিযোগ, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করে ওই কিশোর।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, ‘আজ (শুক্রবার) ভুক্তভোগীর পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেছে। কিন্তু ঘটনা আরও আগে (২৯ সেপ্টেম্বর) ঘটেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন।’
এএফ/০৫