জাহানারার পর এবার আইপিএলে সালমা

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৩, ২০২০
০৪:০৩ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২০
০৪:০৩ পূর্বাহ্ন



জাহানারার পর এবার আইপিএলে সালমা

আগামী ৪-৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসছে মেয়েদের আইপিএল। নারীদের এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি দুই নারী ক্রিকেটার খেলার সুযোগ পেতে পারেন।

বিসিবি সূত্রে জানা গেছে, দ্বিতীয়বার এই আসরে খেলতে পারেন জাহানারা আলম। তাঁর সঙ্গী হতে পারেন সালমা খাতুন। এরই মধ্যে নাকি বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই। তবে এখনো দল চূড়ান্ত হয়নি। কিছুদিনের মধ্যেই সব চূড়ান্ত হতে পারে।

ট্রেলব্লজার্স, ভেলোসিটি ও সুপারনোভা, এই তিনটি দলের মধ্যে সিঙ্গেল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। ফাইনাল মিলে চারটি ম্যাচ হবে। ফাইনাল হবে ৯ নভেম্বর।

বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কার দুজন ক্রিকেটার অংশ নেবেন। বাকিরা ভারতের। এ ছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারারও থাকবেন নারী আইপিএলে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে প্রথম পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়া জাহানারা গত বছর খেলেছিলেন টিম ভেলোসিটিতে। দলটির নেতৃত্বে ছিলেন মিতালি রাজ।

জাহানারা ওয়ানডেতে ৩৭ ম্যাচে ৩৩ উইকেট পেয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭১ ম্যাচে পেয়েছেন ৫৫ উইকেট।

আর সালমা খাতুন ওয়ানডেতে ৩৪ ম্যাচে ৩৫ উইকেট পেয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে পেয়েছেন ৬৬ উইকেট। তিনি এবারই প্রথম সুযোগ পেতে পারেন।

এএন/০২