সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৩, ২০২০
০৮:১৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৩, ২০২০
০৮:১৬ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার ২৪ ঘণ্টার মাথায় হাসপাতালে ভর্তি হতে হলো মার্কিন প্রেসিডেন্টকে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে— ওয়াশিংটনের সেনা হাসপাতাল ‘ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে’ ভর্তি করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। খবর বিবিসি।
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, শুক্রবার কোভিড-১৯ আক্রান্ত প্রেসিডেন্টকে তার চিকিৎসকদের পরামর্শে হোয়াইট হাউজ থেকে হেলিকপ্টারের মাধ্যমে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলবে।
হোয়াইট হাউজের তরফ থেকে ওই বিবৃতিতে বলা হয়, হাসপাতাল থেকে আগামী কয়েক দিন প্রেসিডেন্ট তার দায়িত্ব পালন করবেন।
হোয়াইট হাউজ জানায়— ইতিমধ্যে প্রেসিডেন্টকে কয়েক ধরনের করোনা প্রতিরোধী ওষুধের ককটেল সেবন করানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্লান্ত বোধ করছেন তবে তিনি সবল আছেন।
হোয়াইট হাউজ আরও জানিয়েছে, শুক্রবার সারাদিন জ্বরে ভুগেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৪ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত) ডোনাল্ড ট্রাম্প নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটে তার ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্তের খবর জানান।
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৭৪ বছর বয়েসি ডোনাল্ড ট্রাম্প।
বিএ-০৭