আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ধোনির

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০২, ২০২০
০৮:২৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২০
০৮:২৯ অপরাহ্ন



আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ধোনির

মহেন্দ্র সিংহ ধোনির মুকুটে জুড়তে চলেছে আরও এক পালক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি।

এখনও পর্যন্ত আইপিএলে এমএসডি খেলেছেন ১৯৪টি ম্যাচ। সুরেশ রায়না এক ম্যাচ কম খেলেছেন ধোনির থেকে। এ বারের আইপিএলে রায়না নেই। চেন্নাই সুপার কিংস যদি প্লে-অফের টিকিট পায়, তবে এই মৌসুমে ধোনিকে কেউ টপকে যেতে পারবেন না।

এখন ধোনির ঠিক পিছনেই রয়েছেন রোহিত শর্মা। আইপিএলে তিনি খেলেছেন ১৯২ ম্যাচ। যদি এ বারের আইপিএলে ধোনির দল প্লে-অফে উঠতে না পারে এবং রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফে ওঠে, তা হলে রোহিতের সামনে সুযোগ আসতে পারে ধোনিকে টপকে যাওয়ার।

এএন/৫