ছাত্রাবাসে ধর্ষণ, তারেক ও মাহফুজের ডিএনএ সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৩, ২০২০
০৪:৫৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২০
০৬:০৩ অপরাহ্ন



ছাত্রাবাসে ধর্ষণ, তারেক ও মাহফুজের ডিএনএ সংগ্রহ

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুই আসামি তারেক আহমদ ও মাহফুজুর রহমান মাছুমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে পুলিশ পাহারায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আসামিরা তাদের নমুনা প্রদান করেন।

এর আগে আরও ৬ আসামি সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম, আইনুদ্দিন ও রাজন আহমদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। 

প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজ ছাত্রাবাস এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজন আসামিসহ ৯ জনকে আসামি করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন, এমসি কলেজ ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, অর্জুন লস্কর, বহিরাগত ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমদ। মামলার অপর তিন আসামি অজ্ঞাত। এজাহারভূক্ত ছয় আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করে পাঁচদিন করে প্রত্যেককে রিমান্ডে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএ-১০