ওসমানীনগর প্রতিনিধি
অক্টোবর ০৩, ২০২০
১১:০৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২০
০১:৪০ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী নীতিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের পূর্বে নির্বাচনী সভা-সমাবেশ করা নিষিদ্ধ হলেও তা মানছেন না কোনো প্রার্থী। মনোনয়নের বৈধতা পাওয়ার পর থেকে প্রার্থীরা সভা-সমাবেশসহ প্রচার চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তাদের এসব কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ পাচ্ছে।
সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রব আল মামুন, স্বতন্ত্র প্রার্থী লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ। নীতিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত যেকোনো ধরণের সভা-সমাবেশ করা নিষিদ্ধ। কিন্তু প্রার্থীরা আইনের তোয়াক্কা না করে সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এমনকি সভায় আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। তবে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করেছেন একাধিক প্রার্থী।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ বলেন, 'আমি কখনো আচরণবিধি লঙ্ঘন করিনি। আমরা শুনেছি অন্যান্য প্রার্থীরা আচরণবিধি অমান্য করে প্রচার চালিয়ে যাচ্ছেন।'
স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ বলেন, 'আমি আচরণবিধি মেনেই চলছি। কিন্তু অন্যান্য প্রার্থীরা আচরণবিধি অমান্য করে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।'
এ ব্যাপারে জানতে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রব আল মামুন এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলেও তারা কল রিসিভ করেননি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবু লায়েস দুলাল বলেন, 'প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত নির্বাচনী সভা-সমাবেশ করা আচরণবিধি লঙ্ঘন। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
উল্লেখ্য, গত জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব। ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেলে উপনির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৩ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর ছিল বাছাইয়ের তারিখ। আগামীকাল ৪ অক্টোবর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ইউডি/আরআর-০৩