গোয়াইনঘাট প্রতিনিধি
অক্টোবর ০৩, ২০২০
১১:৩৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৩, ২০২০
১১:৩৩ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে আলাদাভাবে দু'টি মামলায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার এসআই মতিউর রহমান, এসআই আবুল হোসেন, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার মুখলেছুর রহমানসহ পুলিশ ও বিজিবি সদস্যরা।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. নূর হোসেন নির্ঝর বলেন, 'জাফলং চা-বাগান সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দু'টি মামলায় দুইজনকে এক লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।'
এমএম/আরআর-০৪