গোয়াইনঘাটে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি


অক্টোবর ০৪, ২০২০
১২:৪৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২০
১২:৪৪ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

'চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে', 'মাদকমুক্ত সমাজ চাই', 'মাদক সেবন বন্ধ করো, সুশীল সমাজ গড়ে তোলো'- এমন স্লোগানে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদক ও অসামাজিক কার্যকলাপবিরোধী সমন্বয় কমিটি জাফলংয়ের আয়োজনে আজ শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্থানীয় মামার বাজার পিউলী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদক ও অসামাজিক কার্যকলাপবিরোধী সমন্বয় কমিটি জাফলংয়ের আহ্বায়ক রুবেল আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক জালাল মিয়া ও নাজমুল হোসাইন নাজিমের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব-জোনের ইনচার্জ রতন শেখ, ইউপি সদস্য আব্দুল কাদির, জাফলং নিউজ টুয়েন্টিফোর ডট কম'র সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন, তোয়াকুল কলেজের প্রভাষক লোকমান শিকদার ও জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সূর্য তরুণ সমাজকল্যাণ যুব সংঘের সহ-সভাপতি মো. কাজিম উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উদয়ন তরুণ সংঘের সভাপতি আওয়াল আহমেদ, বৃহত্তর হেমার শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম, শান্তিনগর আদর্শ যুব সংঘের সভাপতি জয়দুল ইসলাম, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের উপদেষ্টা কামাল হোসাইন, জাফলং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির রহমান সাজন, প্রত্যয় স্বেচ্ছাসেবী সংস্থা প্রসেস'র ধর্ম সম্পাদক মাওলানা জিয়াউর রহমান ও মামার বাজার সমাজকল্যাণ যুব সংঘের উপদেষ্টা শেরগুল গোসাই।

সমাবেশে বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং ধর্ষণের মতো খারাপ কাজ থেকে যুবসমাজকে বিরত থাকতে হবে। মাদক হচ্ছে সামাজিক অবক্ষয়ের মূল কারণ। তাই আমাদের যুবসমাজকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে মাদকসহ যেকোনো অসামাজিক কার্যকলাপ রোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি যুবসমাজকেও সোচ্চার হতে হবে। তাহলে সমাজ থেকে মাদক নির্মূল সহজ হয়ে যাবে।

এ সময় জাফলংয়ের বিভিন্ন সামাজিক সংগঠনসহ ১৮টি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এমএম/আরআর-০৬