জকিগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০৪, ২০২০
১২:৫২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২০
১২:৫২ পূর্বাহ্ন
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রতিষ্ঠিত সেবামূলক ‘এরশাদ আম্বিয়া ফাউন্ডেশন’ থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য ফি হিসেবে আড়াই হাজার টাকা অনুদান পেয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলার এক অসহায় শিক্ষার্থী।
আজ শনিবার (৩ অক্টোবর) এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের সমন্বয়কারী ও দৈনিক ইত্তেফাকের দক্ষিণ সুরমা প্রতিনিধি আহসান হাবিব লায়েক সিলেট শহরস্থ অফিসে অসহায় ওই শিক্ষার্থীর হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের সিলেট অফিস প্রধান সিনিয়র সাংবাদিক হুমায়ুন রশিদ চৌধুরী, দৈনিক যুগান্তরের জকিগঞ্জ প্রতিনিধি আল হাছিব তাপাদার, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সাহেদ প্রমুখ।
ওএফ/আরআর-০৭