সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৪, ২০২০
০৪:৩৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২০
০৪:৩৭ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য, অ্যাভোকেট জাহাঙ্গীর কবির নানকের রোগমুক্তি কামনায় সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা এবং করোনায় আক্রান্ত সকলের রোগমুক্তি কামনা করে মহান রাব্বুল আল আমিনের দরবারে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ক্বারী কবির আহমদ।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিলেট মহানগর যুবলীগের নেতাকর্মীরা।
বিএ-০৫