সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৪, ২০২০
০৪:৪২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২০
০৪:৪২ পূর্বাহ্ন
আগামী বছরের জুনে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার নির্বাচন অনুষ্ঠিত হবে। গত শুক্রবার বিকেলে অনলাইনে অনুষ্ঠিত সভায় আগামী বছর জুনে সংগঠনের সাধারণ সভা নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়।
এসোসিয়েশনের সভাপতি ড. এ কে আব্দুল মুবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রস্তুতি কমিটির আহ্বাক ও এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। করোনাকালে মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কার্যনিবাহী সদস্য নুরুল ইসলাম চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, জালাল আহমদ, আকবর হোসেন মনজু, ইমাম মেহদী চৌধুরী, ফাহিমা খানম চৌধুরী, শফিকুল ইসলাম সজল, নুরুল ইসলাম চৌধুরী, বেগম শাহানা কবিরসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোদাব্বির হোসেন চৌধুরী, দেলওয়ার বখত, ইসতিয়াক আহমদ চৌধুরী। আগামী বছর জুনের মধ্যে এজিএম ও নির্বাচন নিয়ে সভাপতি কর্তৃক উপস্থাপিত বিষয়ে বক্তব্য প্রদান করেন সৈয়দ আশরাফুর রহমান, সেকিল চৌধুরী, এয়ার কমোডোর ইশফাক এলাহি চৌধুরী, সোহেল আহমদ চৌধুরী, ড. আহমদ আল কবির, ড. ওবাদুর রব, ড. সৈয়দ শাহ এমরান, এম কে সোহেল প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন সাবেক সভাপতি সি এম তোফায়েল সামি।
বিএ-০৬