পিপলস্ পার্টির মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৪, ২০২০
০৪:৪৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২০
০৪:৪৬ পূর্বাহ্ন



পিপলস্ পার্টির মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ পিপলস্ পার্টি সিলেট মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সিলেট প্রেসক্লাবেরর হলরুমে আয়োজিত কাউন্সিলে ৩ সদস্য বিশিষ্ট মহানগর কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক মো. জামাল আহমেদ জুম্মান। তাদেরকে ৩০ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন কেন্দ্রীয় চেয়ারম্যান। 

এর আগে কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী বলেন, ‘লাগামহীন দুর্নীতি, ধর্ষণের প্রতিবাদে ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ পিপলস পার্টি কাজ করে যাবে। দেশের যেকোনো পরিস্থিতিতে পিপলস পার্টি জনগণের পাশে থাকবে। 

কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন, পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম রনো, কেএম ইব্রাহীম খলিল, মো. আতিকুর রহমান, মো. আব্দুল কাদের, নাজমা আক্তার, ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, রোজি আক্তার মুন্নি, রানী শেখ, যুগ্ম মহাসচিব মো. আফতাব উদ্দিন, সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জামাল আহমেদ জুম্মান, অধ্যাপক আফজাল সাদিক, মো. নজরুল ইসলাম মাষ্টার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর ও প্রেসিডিয়াম সদস্য তালুকদার মকবুল হোসেন। 

বিএ-০৭