খেলোয়াড়দের আর্থিক অনুদানের চেক বিতরণ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৪, ২০২০
০৪:৫২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২০
০৪:৫২ পূর্বাহ্ন



খেলোয়াড়দের আর্থিক অনুদানের চেক বিতরণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সিলেটের চার জেলা ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও ক্রীড়া সংশ্লিষ্ট ১০ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া আর্থিক অনুদানের চেক খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, কোষাধ্যক্ষ সৈয়দ তকরিমূল হাদী কাবি, সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সাবেক সদস্য সম্পাদক মো. ফরিদুল হাসান কোরেশী, বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সভাপতি কামরান আহমদ, বিভাগীয় ক্রিকেট কোচ একেএম মাহমুদ ইমন, রঞ্জন রায় প্রমুখ।

বিএ-০৮