সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৪, ২০২০
০৪:৫৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২০
০৪:৫৫ পূর্বাহ্ন
আদালতে মিথ্যা জবানবন্দি দিয়ে ছেলে সাগরকে ‘রিপন হত্যা’র ঘটনায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার শফিক আহমদের স্ত্রী রীনা বেগম। গতকাল শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিতি বক্তব্যে তিনি বলেন, ‘চলতি বছরের ১০ জুলাই ইজাজুল ইসলাম ও মো. রেজোয়ান হোসেন রিমুর নেতৃত্বে বাবনা পয়েন্ট এলাকায় কয়েকজন সন্ত্রাসী মিলে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রিমু আমার ছেলে সাগরকে ফাঁসাতে আদালতে মিথ্যা জবানবন্দি দিয়েছে। অথচ বরইকান্দি এলাকায় সবসময় এলাকাভিত্তিক মারামারির ঘটনা ঘটার কারণে এবং এসব থেকে রক্ষার জন্য বড় ছেলে সাওয়াল হোসেন সাগরকে আমি আমার চাচার বাসায় শিবগঞ্জে রাখি। গত রমজান মাসে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ইজাজুল ইসলাম ও মো. রেজোয়ান হোসেন রিমুর সঙ্গে আমার বড় ছেলের কথা কাটাকাটি হয়। বিষয়টি জানার পর সাগরকে আমার চাচার বাসায় পাঠিয়ে দেই।’
তিনি বলেন, ‘এ ঘটনায় ক্ষেপে গিয়ে মো. রেজোয়ান হোসেন রিমু আমার নিরাপরাধ ছেলেকে রিপন খুনের মামলায় ফাঁসানোর উদ্দেশে সাগরের নাম উল্লেখ করে মিথ্যা জবানবন্দি দেয়। এসব তথ্য যাচাই বাচাই না করেই পুলিশ একাধিকবার আমার বাসায় অভিযান চালায়। অথচ ঘটনার দিন ওই সময়ে আমার ছেলে তার নানার বাসায় ছিল।’ ‘নিরাপরাধ’ ছেলেকে খুুনের মামলার দায় থেকে অব্যাহতি দিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন রীনা বেগম।
বিএ-০৯