গোলাপগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০৪, ২০২০
০৩:৫১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২০
০৩:৫১ অপরাহ্ন



গোলাপগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সিলেটের গোলাপগঞ্জে সিলেট- জকিগঞ্জ সড়কের বাইপাস পয়েন্ট থেকে হিলালপুর পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্থরের জনসাধারন। 

শনিবার সকাল ১১টায় সিলেট-জকিগঞ্জ সড়কের হেলালপুরে হেতিমগঞ্জ চৌমুহনী বাজার বণিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ ও দপ্তর সম্পাদক শামছুল ইসলাম আনার যৌথ পরিচালনায় মানববন্ধনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। 

এসময় বক্তব্য রাখেন, বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আওয়ামীলীগ নেতা মঞ্জুর শাফি চৌধুরী এলিম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সহসভাপতি সেলিম আহমদ ফলিক, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুশাহিদ আলী, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি আব্দুল আহাদ, সমাজ সেবক ও রাজনীতিবীদ আব্দুল হানিফ খান, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সহসাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, প্রচার সম্পাদক আবুল কাশেম, সাবেক সভাপতি কামাল উদ্দিন খান বেলাল, হেতিমগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক আলা উদ্দিন, খয়রুগঞ্জ মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ গফ্ফার, ব্যবাসায়ী নজরুল ইসলাম, গোলাপগঞ্জ যাত্রি কল্যাণ আহবায়ক সুজন খান। 

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মরহুম হাজী মকবুল আলী স্মৃতি পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক মকসুদ আহমদ, আল মদিনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিয়ান আহমদ, শাহ আব্দুল খালিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাহিদ চৌধুরী, উত্তরা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহ-সভাপতি রুবেল আহমদ রফিক, মখছুদ আহমদ, আসাদুজ্জামান পাপ্পু, মোঃ আব্দুল্লাহ, আতাউর রহমান আতা, জুবের আহমদ। এছাড়াও মানবন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মনববন্ধনে বক্তারা বলেন, আমাদের ধৈর্য্যের সীমা অতিক্রম করে গেছে। আগামী এক মাসের মধ্যে যদি সিলেট-জকিগঞ্জ সড়ক বিশেষ করে নাজুক অবস্থায় থাকা হিলালপুর সংলগ্ন সড়কের সংস্কার কাজ করা না হয় তাহলে কঠোর কর্মসূচী দেওয়া হবে। 

এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, আমি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করবো। আশা করি আগামী এক মাসের মধ্যে সড়কের সংস্কার কাজ হবে। 

উল্লেখ্য দীর্ঘদিন থেকে সিলেট জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে সড়কের বেহাল অবস্থা থাকার ফলে এঞ্চলের মানুষের চলাচলে সিমাহীন দূর্ভোগ পুহাতে হচ্ছে। প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনা লেগেই থাকে। 

এফএম/বিএ-১২