সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৪, ২০২০
০৭:৫০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২০
০৮:৪১ অপরাহ্ন
সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় এক কিশোরীকে (১৪) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী রাকিবুল হোসেন নিজুকে আদালতে হাজির করা হয়েছে।
আজ রবিবার (৪ অক্টোবর) অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জিয়াদুর রহমানের আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দী নেওয়া হবে।
গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তারের পর রবিবার (৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতে তোলেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী।
আরসি-০২