গোয়াইনঘাট প্রতিনিধি
অক্টোবর ০৪, ২০২০
০৯:১৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাতলীকোণা এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাতলীকোণা এলাকায় গোয়াইনঘাট থানার এসআই আতিকুজ্জামান জুনেল, এএসআই রাজিব রায়, এএসআই সুফিয়ান, এএসআই দিভাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারীরা দৌড়ে পালিয়ে যায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'মাদকের বড় একটি চালান আসছে এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়। গোয়াইনঘাটকে যেকোনো মূল্যে মাদকমুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।'
এমএম/আরআর-০২