গোলাপগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০৪, ২০২০
০৯:২৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২০
০৯:২৬ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নির্বাচন সাইদুর রহমান।
এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ আহমদকে নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী মো. আফজাল হুসেনকে ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিনকে আনারস ও অপর স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম তুহিনকে ঘোড়া প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উল্লেখ্য, লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এফএম/আরআর-০৩