সাদিপুর ইউপি উপনির্বাচন : প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা

ওসমানীনগর প্রতিনিধি


অক্টোবর ০৫, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন



সাদিপুর ইউপি উপনির্বাচন : প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা

সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের উপনির্বাচনে প্রতীক পেয়েই মাঠে নেমে পড়েছেন ৪ প্রার্থী। নির্বাচনী মাঠে প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কবির উদ্দিন অহমদ (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব আল মামুন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী লন্ডন মহানগর আওয়ামী লীগের নেতা গোলাম কিবরিয়া (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী আজিজ আহমদ (আনারস)। আগামী ২০ আক্টোবর সাদিপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের দোকান থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান, অফিসপাড়া, রাস্তাঘাট, বিভিন্ন হাট-বাজারসহ সর্বত্র চলছে প্রার্থীদের জমজমাট প্রচার। ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে সমগ্র ইউনিয়ন। 

আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ বলেন, 'আমাকে সাদিপুর ইউনিয়নের মানুষ ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত আমি মানুষের সেবা করে যেতে চাই। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।'

বিএনপির প্রার্থী আব্দুর রব আল মামুন বলেন, 'আশা করি জনগণ আমাকে মূল্যায়ন করবে। সুষ্ঠু নির্বাচন নিয়ে আমার সন্দেহ আছে। যদি নির্বাচন সুষ্ঠু হয় তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।'

স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ বলেন, 'জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আশা করি ব্যালটের মাধ্যমে এই ইউনিয়নের মানুষ আমাকে তাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেবেন।'

উল্লেখ্য, গত ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব। ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেলে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ২৩ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ। আজ রবিবার (৪ অক্টোবর) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

 

ইউডি/আরআর-১৩