দক্ষিণ আফ্রিকায় খুন হলেন গোলাপগঞ্জের জাকির

গোলাপগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০৫, ২০২০
০৮:৩৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২০
০৮:৩৫ অপরাহ্ন



দক্ষিণ আফ্রিকায় খুন হলেন গোলাপগঞ্জের জাকির

জাকির হোসেন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় খুন হয়েছেন সিলেটের গোলাপগঞ্জের বাসিন্দা জাকির হোসেন (৩৮) নামের এক প্রবাসী। গতকাল রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টায় আফ্রিকার বেলকম মেডিক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি গোলাপগঞ্জ উপজেলার শেখপুর গ্রামের মৃত কন্টন মিয়ার পুত্র।

জানা গেছে, গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের হপস্টার্ড এলাকায় একটি দোকানে সন্ত্রাসীরা জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে বেলকম মেডিক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাকির হোসেনের ফুপাতো ভাই নুরুল আম্বিয়া।

এদিকে জাকির হোসেনের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত জাকির হোসেন দীর্ঘ ৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। তার একটি কন্যাসন্তান রয়েছে।

 

এফএম/আরআর-০১