নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৫, ২০২০
০৯:৪৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২০
০৯:৪৭ অপরাহ্ন
সিলেট নগরের দাড়িয়াপাড়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৩) ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া রাকিব হোসেন নিজুকে (২০) নিয়েছে পুলিশ।
আজ সোমবার (৫ অক্টেবার) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর মূখ্য হাকিম আদালতের বিচার মো. জিয়াদুর রহমানের আদালতে তাকে হাজির করে তিনদিনের রিমান্ড চায় পুলিশ। আদালত শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৯ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে বাসার নিয়ে ধর্ষণ করে রাকিবুল হোসেন নিজু। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে রাকিব হোসেন নিজুকে আসামি করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পরদিন শনিবার সন্ধ্যায় তাকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রবিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। নিজু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং পিযুষ গ্রুপের অনুসারি।
এএফ/০১