বিশ্বনাথ প্রতিনিধি
অক্টোবর ০৫, ২০২০
১০:৪৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২০
১০:৪৪ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য (মেম্বার) পদে মনোনয়নপত্র বাছাইপর্ব শেষ হয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৪৯ জন সাধারণ সদস্য পদের প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। তবে কোনো সাধারণ সদস্য পদের প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাচন কার্যালয়ে সাধারণ সদস্য (পুরুষ) সদস্য পদের প্রার্থীদের মনোনয়নপত্রগুলো বাছাই করা হয়। সকল সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।
ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদের বৈধ প্রার্থীরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে আব্দুল খালিক, আব্দুস শহীদ, মো. কাওছার আলী, দিলু মিয়া, শওকত আলী, সামসুদ্দিন ও জালাল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে আব্দুর রকিব, এনামুল হক, সাদ উদ্দিন আহমদ, জাকির হোসেন, জুবেল মিয়া, তজমুল আলী, নুনু মিয়া, মতচ্ছির আলী ও লালা মিয়া, ৩ নম্বর ওয়ার্ডে খালিছ মিয়া, নুরুল হক, বারিক মিয়া ও শাহ মো. ফারুক মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে আনা মিয়া, আবুল বশর, চেরাগ আলী, জামাল উদ্দিন, তাজুল ইসলাম ও লোকমান হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বেগ, দুদু মিয়া, নজরুল ইসলাম, ফারুক মিয়া ও সেলিম মিয়া, ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল হক, জামাল আহমদ ও মুহিত চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান সেবুল, ঝুনুর মিয়া ও নাছিম আহমদ (পাবেল সামাদ), মুহিবুর রহমান সিকদার, মোহন মিয়া ও সুন্দর আলী, ৮ নম্বর ওয়ার্ডে কিয়াছত আলী, ছিদ্দিুকুর রহমান, নূর আলী, মজমিল আলী ও শামছুল ইসলাম সমুজ এবং ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল কাহার, আব্দুল গফুর, রায়হান আহমদ ও সুফু মিয়া।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে উপজেলার দশঘর ইউনিয়নের সকল সাধারণ সদস্য (পুরুষ) পদের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে। এর আগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল রবিবার বিকেলে শেষ হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ। এ নির্বাচনে ৬৭ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন। ইউনিয়নে মোট ভোটার ১৪১১৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৭০২৯ জন ও নারী ভোটার ৬৯০৯ জন। আগামী ২৯ অক্টোবর হবে ভোটগ্রহণ।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন, সোমবার বিকেলে প্রার্থী যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ৪৯ জন প্রার্থী সাধারণ সদস্য (পুরুষ) পদে নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন। সকল সদস্য প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ১৩ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর দশঘর ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০০৩ সালে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৭ সালে দেশে জাতীয় পরিচয়পত্রের কাজ চলাকালীন সময়ে মীরপুর ইউনিয়নের লহড়ি গ্রামের একটি অংশ জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার ভোটার হওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে আইনি জটিলতায় উচ্চ আদালতে নির্বাচনী কার্যক্রম আটকে যায়। সম্প্রতি আইনি জটিলতা নিরসন হওয়ায় নির্বাচন কমিশন গত ২৪ সেপ্টেম্বর উপজেলার দশঘর ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করে।
এমএ/আরআর-০৬