কোম্পানীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০৬, ২০২০
১২:০৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৬, ২০২০
১২:০৩ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর পুলিশের সাঁড়াশি অভিযানে হৃদয় আহমদ (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতালপাড় (বিলাজুর) গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গ্রেপ্তার হৃদয় আহমদ তেলিখাল ইউনিয়নের চাতলপাড় গ্রামের নৌকার মাঝি বিল্লাল মেয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তেলিখাল ইউনিয়নের চাতলপাড় (বিলাজুর) গ্রামের একটি দরিদ্র পরিবারের ওই শিশুকন্যাকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে হৃদয় আহমদ নামের ওই কিশোর। ধর্ষণের শিকার মেয়েটির বাবা ইদু মিয়া এক হতদরিদ্র কৃষক। তিনি স্ত্রীকে নিয়ে তার অসুস্থ আরেক শিশুকন্যাকে নিয়ে চিকিৎসার জন্য গ্রাম্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেই সুযোগে পাশের বাড়ির বখাটে যুবক হৃদয় এই কান্ড ঘটায়। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয় জনগণ ও পুলিশের সক্রিয় ভূমিকার কারণে তা সম্ভব হয়নি।
ঘটনার পর থেকে পুলিশ ধর্ষককে গ্রেপ্তারের জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে। অবশেষে আজ সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ও ওসি (তদন্ত) মজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে চাতলপাড় গ্রাম থেকে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমকে/আরআর-১০