নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৬, ২০২০
০৪:১২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৬, ২০২০
০৫:০৪ অপরাহ্ন
সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি মাসরুর রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৫ অক্টেবর) সন্ধ্যায় নগরের উপশহর এলাকার রোজভিউ হোটেলের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি সিলেট মিররকে বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মাসরুর রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় রাখা হয়েছে।’
ছাত্রদলের নিন্দা : মাসরুর রাসেলকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম অবিলম্বে মাসরুর রাসেলের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিএ-০২