রেডক্রিসেন্টের উদ্যোগে আর্থিক অনুদান ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৬, ২০২০
০৪:১৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৬, ২০২০
০৪:১৮ পূর্বাহ্ন



রেডক্রিসেন্টের উদ্যোগে আর্থিক অনুদান ও বীজ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) কান্দিগাঁও ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ২৫০টি পরিবারের মাঝে ১১ লাখ ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

মিরপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে নগদ ৪ হাজার টাকা ও ৫ জাতের সবজি বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, কার্যনির্বাহী কমিটির সদস্য শোয়েব আহমদ, সিলেট ডাকঘরের প্রধান সুপারিন্টেন্ট মো. আফাজ উদ্দিন।

সংস্থাটির সিলেট ইউনিটের উপ পরিচালক আব্দুস সালামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাবেক মেম্বার জমশেদ আলী, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের জুনিয়র সহকারী পরিচালক সাইফুর রহমান, আব্দুল আজিজ।

রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের প্রশিক্ষন ও সহশিক্ষা কার্যক্ষমের সমন্বয়ক মো. নাজিম খানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, এনডিআরটি সদস্য আমির হামজা ও যুব কার্যকরী সদস্য আনিনা আহমদ, বদরুল আজাদ শুভ, সুমেল চৌধুরী, নাঈমা আক্তার, লাবিব চৌধুরী, ফরিদ, মুক্তাদিজজামান, মাজহার আহমেদ, মালা মির্জা প্রমুখ।

বিএ-০৩