নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৬, ২০২০
০৪:৩০ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৬, ২০২০
০৪:৩০ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সিলেট নগরের কুমারপাড়াস্থ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে ম্যুরালটির উদ্বোধন করেন স্কুলের সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। উদ্বোধন শেষে জেলা প্রশাসক ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত, হ্যারল্ড রশীদ চৌধুরী, শামসুল বাসিত শেরো, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মনির, গণজাগরণ মঞ্চ সিলেটের সমন্বয়ক দেবাশীষ দেবু, চিত্রশিল্পী ইসমাইল গনি হিমন, আলী দেলোয়ার ও ঈশিতা রায়সহ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের শিক্ষকবৃন্দ। সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ম্যুরালটি স্থাপনে কারিগরি সহায়তায় দিয়েছে দ্যা ডিজাইন ফ্যাক্টরি সিলেট।
বিএ-০৫