আর্ট এন্ড অটিস্টিক স্কুলে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৬, ২০২০
০৪:৩০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৬, ২০২০
০৪:৩০ পূর্বাহ্ন



আর্ট এন্ড অটিস্টিক স্কুলে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সিলেট নগরের কুমারপাড়াস্থ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে ম্যুরালটির উদ্বোধন করেন স্কুলের সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। উদ্বোধন শেষে জেলা প্রশাসক ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত, হ্যারল্ড রশীদ চৌধুরী, শামসুল বাসিত শেরো, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মনির, গণজাগরণ মঞ্চ সিলেটের সমন্বয়ক দেবাশীষ দেবু, চিত্রশিল্পী ইসমাইল গনি হিমন, আলী দেলোয়ার ও ঈশিতা রায়সহ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের শিক্ষকবৃন্দ। সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ম্যুরালটি স্থাপনে কারিগরি সহায়তায় দিয়েছে দ্যা ডিজাইন ফ্যাক্টরি সিলেট।

বিএ-০৫