ব্যাঙ্গালোরকে হারিয়ে শীর্ষে দিল্লি

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৬, ২০২০
০৩:০৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৬, ২০২০
০৩:০৫ পূর্বাহ্ন



ব্যাঙ্গালোরকে হারিয়ে শীর্ষে দিল্লি

বিরাট কোহলির রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে শ্রেয়াস আইয়ারের দিল্লি। পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট দিল্লির। সমান ম্যাচে ব্যাঙ্গালোর ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

গতকাল সোমবার দুবাইয়ে ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৭ রান করতে সক্ষম হয় ব্যাঙ্গালোর। দলের অধিনায়ক কোহলি ৩৯ বলে করেন ৪৩ রান। দলের  দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান ওয়াশিংটন সুন্দরের। এছাড়া ওপেনার অ্যারন ফিঞ্চ ১৩, এবি ডি ভিলিয়ার্স ৯ রানে ফেরেন। দিল্লির বোলারদের মধ্যে রাবাদা ৪টি ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন আনরিখ নর্টিয়ে ও অক্ষর প্যাটেল।

প্রথমে ব্যাট করে দিল্লি ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলে। ওপেনার পৃথ্বী শর মারকাটারি ব্যাটিংয়ে শিখর ধাওয়াকে নিয়ে মাত্র ৬.৪ ওভারে ৬৮ রান করে দলটি। পৃথ্বী ২৩ বলে করেন ৪২ রান। তাঁর ইনিংসটি সাজানো হয় ৫টি চার ও ২টি ছয়ে। শিখর ধাওয়ান ২৮ বলে করেন ৩২ রান। শেষ দিকে, ঋষভ পন্তকে (২৫ বলে ৩৭) নিয়ে ৬.৫ ওভারে ৮৯ রান যোগ করেন মার্কাস স্টয়নিস। ৬টি চার ও ২টি ছক্কায় অস্ট্রেলীয় অলরাউন্ডার ২৬ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন। 

এএন/০১