সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৬, ২০২০
০৪:৫১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০২:৩৮ পূর্বাহ্ন
সিলেট শহরতলীর রায়েরগাঁওয়ে স্কুলছাত্রী (১২) ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি জসিম উদ্দিন (২২) ও মো. এখলাছ মিয়াকে (২০) দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সিলেট মহানগর তৃতীয় হাকিম আদালতের বিচারক শারমিন খানম নীলার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন। তিনি বলেন, এ মামলায় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। রাষ্ট্র পক্ষ ও আসামী পক্ষের বক্তব্য শুনানি শেষে বিজ্ঞ আদালত মামলার ২ আসামীকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এসময় আদালতে বাদী পক্ষের হয়ে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মিসবাহ্ উদ্দিন সিরাজ ও বাদী পক্ষের অপর আইনজীবী অ্যাডভোকেট রঞ্জন ঘোষ।
এর আগে গত রবিবার (৪ অক্টোবর) ভোরে পৃথক স্থানে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রবিবার সিলেটের শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে (১২) তুলে নিয়ে ধর্ষণ করে এলাকারই দুই যুবক। এদিন রাতেই ওই শিক্ষার্থীর পিতা জালালাবাদ থানায় দুজনকে আসামী করে মামলা (নং-৮) দায়ের করেন। মামলার ১৯ দিন পর দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এএফ/০১