ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন, মিছিল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০৭, ২০২০
০১:৪৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০১:৪৯ পূর্বাহ্ন



ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন, মিছিল

সারাদেশে ধর্ষণসহ সকল প্রকার নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকদের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ ছাত্রসমাজ।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ থানা বাজার পয়েন্টে কোম্পানীগঞ্জ ছাত্রসমাজের ব্যানারে ছাত্রনেতা ফয়েজ আহমদ ফুয়াদের পরিচালনায় ও ছাত্রনেতা পলাশ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন ও মানববন্ধন শেষে দেশব্যাপী ধর্ষণের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি কোম্পানীগঞ্জ থানা বাজার পয়েন্ট থেকে বাজারের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে এসে শেষ হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আলী আহসান সিদ্দিকী, লোকমান আহমেদ, সালাউদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন হৃদয়, জুনায়েদ আহমেদ, ইশাম আহমেদ, রাসেল, রাজীব, সুজন, শাকিল, হাসান, আবু তাহের, আবু তায়েব, মারুফ, প্রত্যয়, জিহাদ, সুমন, নিঠুল, আল আমিন, আবুল আলা, মাসুক, রাজু, জাহিদ, সুমন, শান্ত, ছাইদুল, বিপ্লব মন্ডল, রাসেল আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দেশব্যাপী ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার ও অপরাধীদের শাস্তি দাবি করে বলেন, স্বাধীন একটি দেশে প্রতিদিন শত শত ধর্ষণের ঘটনা কখনও কাম্য নয়। প্রতিটি ধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং এসব ঘটনার মদদদাতাদের আইনের আওতায় আনতে হবে।

 

এমকে/আরআর-০৭