নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৭, ২০২০
০৪:৪৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০৪:৪৩ পূর্বাহ্ন
নগরের শামীমাবাদ এলাকায় পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জামাল মিয়া ওরফে বাইড্ডা জামালকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার নগরের আখালিয়া পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামাল এই মামলার ২ নম্বর আসামি।
র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন রাখাইন সিলেট মিররকে বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরের আখালিয়া পয়েন্টে রাস্তার উপর থেকে জামালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, সিলেট নগরের শামীমাবাদ এলাকায় ৪ নম্বর রোডের একটি বাসার নিচতলায় বসবাস করেন ওই নারী। একই বাসার দ্বিতীয় তলায় বসবাস করেন অভিযুক্ত দিলওয়ার। গত শনিবার অভিযুক্ত দিলওয়ার হোসেন তার সহযোগী হারুন মিয়া ওরফে চাক্কু হারুন ও জামাল মিয়া ওরফে বাইড্ডা জামালকে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এই ঘটনায় ওই নারী সোমবার সকালে দিলওয়ার, জামাল ও হারুনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুইজনকে অভিযুক্ত করে কোতোয়াালি থানায় মামলা করেছেন। পরে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দিলওয়ার ও হারুন মিয়াকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রেজাউল করিম বলেন, সোমবার দিলওয়ার ও হারুনকে গ্রেপ্তারের পর আদালত তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই ঘটনা তদন্তের মাধ্যমে বিস্তারিত বেরিয়ে আসবে।
বিএ-০২