নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৭, ২০২০
০৫:১৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০৫:১৯ পূর্বাহ্ন
সিলেটের এমসি কলেজ ছাত্র অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় ৭ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতে ৭ আসামিকে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন।
শুনানী শেষে আদালতের বিচারক শারমিনা খানম নীলা আসামিদের ২ দিনের রিমাÐ মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মুহিবুর রহমান (৩৫), আনিসুর রহমান (৩০), সোবহান মিয়া (৬৫), রফিকুল ইসলাম মড়ল (৪৫), আব্দুল খালিক (৪৫), আব্দুর রহিম বাবু (৫০), সিরাজুল ইসলাম সিরাই (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আকমল আলী।
পূর্ব বিরোধের জের ধরে সিলেট এমসি কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্র সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ গ্রামের ফয়জুল হকের ছেলে নজির আহমদ মোজাহিদকে (২৪) অপহরণ করে হত্যার চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বিএ-০৫