কানাইঘাটে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন

কানাইঘাট প্রতিনিধি


অক্টোবর ০৭, ২০২০
০৬:০৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০৬:০৮ পূর্বাহ্ন



কানাইঘাটে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন

নাগরিক অধিকার সুরক্ষা, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাটে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে আয়োজিত জাতীয় জন্ম নিবন্ধন দিবসের আলোচনা সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, দেশের প্রতিটি শিশুর জন্ম ও নাগরিকদের মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা বাধ্যতা মূলক। এটা নিশ্চিত করতে পারলে দেশের জনসংখ্যার বাস্তব চিত্র সরকার জানতে পারবে। শিশু সহ নাগরিকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জন্ম নিবন্ধন অবশ্যই আমাদের করতে হবে। সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় জন্ম সনদ লিপিবদ্ধ করার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। 

সভায় জাতীয় জন্ম নিবন্ধন দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম শাহীন রেজা ফরাজী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এমআর/বিএ-০৬