বালাগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০৭, ২০২০
০৬:১৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০৬:১৫ পূর্বাহ্ন
বালাগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে ছমির মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ছমির আলী উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আহমদপুর গ্রামের রইছ আলীর পুত্র। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মোরার বাজারের দক্ষিণে আহমদপুর গ্রামস্থ মছব্বির আলীর চা-এর দোকানে এই ঘটনাটি ঘটে।
বালাগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহমদপুর গ্রামের চা দোকানী মছব্বিরের ২২০টাকা পাওনা ছিল ছমির আলীর ভাগনা পারভেজের কাছে। এনিয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে মছব্বীর আলী ও পারভেজের মধ্যে কথা কাটাকাটির হয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন জড়ো হয়ে মারামারিতে জড়িয়ে পড়েন।
মারামারি চলাকালে পারভেজের মামা ছমির আলী সেখানে গেলে মছব্বিরের পক্ষের লোকজন পারভেজ ও ছমির আলীকে মারধর করে আহত করেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ছমির আলীকে ঘটনাস্থল থেকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রাজ মিস্ত্রী জমির আলী ২ সন্তানের জনক বলে জানা গেছে।
খবর পেয়ে বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান টনাস্থলে যান। এ বিষয়ে ওসি বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এসএ/বিএ-০৭