নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৭, ২০২০
০৩:৪০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০৩:৪০ অপরাহ্ন
আপন ভাইয়েরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভূমির একটি অংশ দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. গুলজার খান। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।
তিনি জানান, কুয়েতে অবস্থানকালে নিজের উপার্জিত অর্থ দিয়ে মায়ের নামে ৫০ শতক ভূমি কেনেন তিনি। ২০০৮ সালে দেশে এলে মা গুলজার খানকে ৫০ শতক ভূমি দানপত্রের মাধ্যমে হস্তান্তর করেন। দলিল সম্পাদনের সময় স্বাক্ষী হিসেবে ছিলেন গুলজার খানের ভাই ইফতেজার খান ও গুলফুর খানের ছেলে মো. জাবেদ খান। বর্তমান জরিপি সময়ে এই ভূমি গুলজার খানের নামে প্রিন্ট খতিয়ানও হয়। কিন্তু দুই ভাই তোফাজ্জল খান ও কাহির খান জোরপূর্বক দীর্ঘদিন ধরে ভূমির একটি অংশ দখল করার অপচেষ্টায় লিপ্ত। দুই ভাই মিথ্যা অপবাদ দিয়ে সমাজ ও আইনের চোখে অপরাধী বানানোর হীন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে সংবাদ সম্মেলন করেও মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছেন বলে অভিযোগ করেছেন গুলজার খান।
মায়ের অসুস্থতাকালীন সময়ে দলিলে স্বাক্ষর নিয়ে ৫০ শতক ভূমি নিজের নামে রেজিস্ট্রি করার অভিযোগ মিথ্যা জানিয়ে তিনি বলেন, ‘আমি ১৯৭১ সালে মাতৃভূমি বাংলার জন্য হাতে তুলে নিয়েছিলাম অস্ত্র। আমি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে আসছি। আমার ৪ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে। স্ত্রী-সন্তানদের নিয়ে বর্তমানে আমি বসতবাড়িতে থাকতে পারছি না। তোফাজ্জল খান ও কাহির খান আমার ও আমার অপর দুই ভাইকে বসতবাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছেন।’
গুলজার খাঁন বলেন, ‘সংবাদ সম্মেলনে তারা বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট মহানগর শাখার ২৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের বিরুদ্ধে পক্ষপাতমূলক মিথ্যা অভিযোগের তথ্য দিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার।’
প্রশাসনের কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে গুলজার খান বলেন, ‘তারা যেকোনো সময় আমার পরিবার ও আমার অপর ভাইদের বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি।’
বিএ-০৮