নগরে ছিনতাই হওয়া সিমেন্টবোঝাই ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৭, ২০২০
০৩:৫৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০৩:৫৪ অপরাহ্ন



নগরে ছিনতাই হওয়া সিমেন্টবোঝাই ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩

সিলেট নগরের সুবিদবাজারে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মালামালসহ ট্রাক। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট সদর উপজেলার তেমুখী এলাকার শাহ আলমের ছেলে মোবারক, বিশ্বনাথের সিরাজপুর গ্রামের তজমুল আলীর ছেলে মাইদুল ইসলাম, সুনামগঞ্জের জগন্নাথপুরের কাওছার আহমদের ছেলে রুম্মান আহমদ। মঙ্গলবার নগরের শেখঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ছাতক লাফার্জ হোলসিম কোম্পানি থেকে ৩০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রাকটি মঙ্গলবার সিলেটের কানাইঘাটের গাছবাড়ি যাওয়ার কথা ছিল। মঙ্গলবার ভোরে নগরের সুবিদবাজার এলাকায় আসামাত্র কয়েকজন ছিনতাইকারী পথ আটকিয়ে সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ে যায়। ছিনতাইকারীরা ট্রাক চালক মো. সুমন মিয়াকে প্রথমে সুবিদবাজার ফাজিলচিশতের একটি বাসায় আটকে রাখে। পরে ভোর সাড়ে ৫টার দিকে অপহরণকারীরা একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে চালক সুমন মিয়াকে মদিনা মার্কেট এলাকায় নিয়ে ছেড়ে আসে।

সিলেট ট্রাক মালিক গ্রæপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল জানান, সোমবার রাতে ছাতক লাফার্জ হোলসিম কোম্পানি থেকে সিমেন্ট নিয়ে কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজারে মো. আবদুস শহীদের মালিকানাধীন শহীদ ট্রেডার্সে যাচ্ছিল একটি ট্রাক। ভোরে নগরের সুবিদবাজার এলাকায় আসার পর দুর্বৃত্তরা ট্রাকটি আটকে চালককে অপহরণ করে।

মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘ছিনতাই হওয়া ট্রাক মালামালসহ উদ্ধার করা হয়েছে। আমরা নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএ-১০