নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৭, ২০২০
০৩:৫৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২০
০৩:৫৮ অপরাহ্ন
হজরত শাহজালাল (র)-এর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হজরত শাহপরাণ (র)-এর ওরস মোবারক এবার হচ্ছে না। আগামী ৪, ৫ ও ৬ রবিউল আওয়াল (২২, ২৩ ও ২৪ অক্টোবর) তিন দিনব্যাপী ওরস আয়োজনের কথা ছিল। কিন্তু বৈশ্বিক মহাহারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার ওরস আয়োজন করা হচ্ছে না বলে সিলেট মিররকে জানিয়েছেন মাজারের খাদেম মো. ফিরোজ মিয়া।
তিনি জানান, মঙ্গলবার মাজার পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে এবং খাদেম গাজী ফরিদ মিয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, খাদেম জামাল আহমদ, খাদেম সাদিক মিয়া, খাদেম কাবুল মিয়া, খাদেম মো. আহাদ মিয়া, খাদেম মো. রনজু মিয়া, খাদেম মো. জিহান আহমদ, খাদেম মো. জাহিন আহমদ, খাদেম মো. আহমদ প্রমুখ।
সভায় ওরস আয়োজন করতে না পারায় মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়। মহামারি শেষে আগামীতে যথানিয়মে ওরস মোবারক অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
বিএ-১২