নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৭, ২০২০
০৬:১৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৮, ২০২০
০২:২৫ পূর্বাহ্ন
সিলেট নগরের আখালিয়ায় চতুর্থ শ্রেণীর এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় তাদের আখালিয়াস্থ বড়টিলা এলাকা থেকে মামলার আসামি রুম্মানকে গ্রেপ্তার করা হয়।
সে আখালিয়া এলাকার বড়বাড়ি সি ব্লকের জালালিয়া ১২ নম্বর বাসার মৃত মফিজুল ইসলামের ছেলে।
বুধবার দুপুরে র্যাপিড একশন ব্যাটালিয়ন সিলেট অফিস থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করে র্যাব-৯।
এদিকে বিষয়টি নিশ্চিত করে র্যাবের সূত্রটি জানায়, গ্রেপ্তারকৃতদের সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বলেন, তাদেরকে এখনও থানায় হস্তান্তর করা হয়নি।
এর আগে গত শনিবার (৩ অক্টোবর) সিলেটের জালালাবাদ থানায় চতুর্থ শ্রেণীর এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে রুম্মান মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতিতা মাদরাসাছাত্রী গত ২৫ সেপ্টেম্বর রাতে তার ভাইয়ের বন্ধু জনির স্ত্রী অসুস্থ শুনে তাকে দেখতে যায়। রাত ১২টার দিকে আখালিয়ার বড়টিলা এলাকার বাসিন্দা রোমান আহমদ (২৬) জনির বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি শুরু করে। তখন সে বাইরে আসতে না চাইলেও জনির কথায় সে রোমানের সামনে যায়। তখন রোমান মাদরাসাছাত্রীর মুখ বেঁধে স্থানীয় শহীদ মিয়ার কলোনির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
বিএ-২৩