সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৭, ২০২০
১০:৫২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২০
১০:৫২ পূর্বাহ্ন
নিউজিল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবল ধোলাই দিয়ে স্বদেশি ছেলেদের করা বিশ্ব রেকর্ড স্পর্শ করল অস্ট্রেলিয়ান কন্যারা। ২০০৩ সালে টানা ২১ ম্যাচ জিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ১৭ বছরের পুরনো সেই রেকর্ডটাই ছুঁয়ে ফেলল এবার অস্ট্রেলিয়ার মেয়েরা। অজি কন্যারা মাইলফলকে পৌঁছে যায় ব্রিসবেনে নিউজিল্যান্ডকে ২৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে।
স্বাগতিকরা ৫ উইকেটে হারিয়ে ৩২৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে। ভারপ্রাপ্ত ক্যাপ্টেন রাচেল হেইনেস একাই হাঁকান ৯৬ রানের চমৎকার এক ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারী কিউই নারীরা গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। অস্ট্রেলিয়ার কাছে নিউজিল্যান্ডের মেয়েদের এটাই সবচেয়ে বড় ব্যবধানের হার। দুরন্ত এ জয়ের সুবাদে অস্ট্রেলিয়ার মেয়েরা সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে।
২০২১ সালের ২২ জানুয়ারি ভারতকে মোকাবেলা করে নতুন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার মেয়েদের সামনে।
এএন/০২