সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৭, ২০২০
১১:২১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২০
১১:২১ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক ইত্তেফাক ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার কানাইঘাট উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এখলাছুর রহমান আর নেই।
আজ বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় পৌরসভাস্থ নন্দিরাই গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার আসরের নামাজের পর নন্দিরাই বাইপাস সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
প্রবীণ সংবাদিক এখলাছুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এমআর/আরআর-০১