গোলাপগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০৭, ২০২০
১১:২৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২০
১১:২৮ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী গনেন্দ্র আচার্য (৮৫) পরলোকগমন করেছেন। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা যায়, মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গনেন্দ্র আচার্য দীর্ঘ ৩৩ বছর ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজে শিক্ষকতা করেছেন।
এফএম/আরআর-০২