সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে অব্যহতি

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৮, ২০২০
০২:১৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৮, ২০২০
০২:১৮ পূর্বাহ্ন



সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে অব্যহতি

সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদ আহমদকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল এ তথ্য জানিয়েছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ফরমে অসত্য তথ্য দেওয়ায় শাহিদ আহমদকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন অবস্থায় জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ দেলোয়ার হোসেন নাদিম কোনও ভাবেই এর দায় এড়াতে পারেন না বিধায় তাদের চরমভাবে সতর্ক করা হলো। দায়িত্বশীল নেতৃবৃন্দের নিকট থেকে অজবাবদিহি মূলক আচরণ একান্ত অমার্জনীয় অপরাধ বিধায় প্রথমবারের মতো ক্ষমা সুন্দর দৃষ্টিতে সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরণের আচরণ হলে গঠনতন্ত্র অনুযায়ি শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।