নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৮, ২০২০
০৫:২৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৮, ২০২০
০৫:২৯ পূর্বাহ্ন
সিলেটসহ সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও ধর্ষকদের প্রশ্রয়দাতাদের বিচারের দাবিতে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলার অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। এসময় পুলিশের বাধা উপেক্ষা করে জেলা প্রশাসকের মূল ফটকে সমাবেশ করেন ছাত্রজোটের নেতাকর্মীরা। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা প্রশাসক কার্যালয়ের অভিমুখে মিছিল শুরু করেন ছাত্রজোটের নেতাকর্মীরা। জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকে পৌঁছার পর পুলিশ নেতাকর্মীদের আটকে দেয়। পরে জেলা প্রশাসকের মূল ফটকের সামনেই সমাবেশ করেন ছাত্রজোট নেতাকর্মীরা।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিয়া নওশীন তাসনিমের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য দেন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, ছাত্রফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্মা, বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক জাবির আহমদ, চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক অধীর বাউরি প্রমুখ।
আন্দোলন দমনে পুলিশ যত তৎপর, ধর্ষকদের গ্রেপ্তারে পুলিশের এত তৎপরতা দেখা যায় না বলে সমাবেশে মন্তব্য করেন ছাত্রজোটের নেতারা। অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধার নিন্দাও জানান তারা। আগামীতে সড়ক অবরোধ ও কালো পতাকা মিছিল সমাবেশেরও ঘোষণা দেন নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তির সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সাধারণ সম্পাদক সাদিয়া নওশীন তাসনিমের সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিলেট মিররকে বলেন, ‘কোর্ট এলাকা তো সংরক্ষিত এলাকা, কোর্ট চলাকালীন ভেতরে এভাবে মিছিল নিয়ে ঢুকা যায় না। তাদের আমরা বলেছি বাইরে সমাবেশ করতে। তখন তারা জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটক আটকে সমাবেশ করেছে।’
বিএ-০১