অস্ত্র মামলায় সাইফুরের তিন দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৮, ২০২০
০৫:৩৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৮, ২০২০
০৫:৩৪ অপরাহ্ন



অস্ত্র মামলায় সাইফুরের তিন দিনের রিমান্ড

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রধান আসামি সাইফুর রহমানের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার মামলায় সাইফুর রহমানকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক সাইফুর রহমান এ আদেশ দেন।

এর আগে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকালে আদালতে হাজির করা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাষ্ট্রপক্ষের এপিপি খোকন কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে সসংঘবদ্ধ ধর্ষণের শিকার হোন এক তরুণী৷ ধর্ষণ ঘটনার পর ওইদিন ভোর রাতে ছাত্রাবাসে পুলিশের অভিযানে ২০৫ নম্বর কক্ষ থেকে পাইপগান, চারটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার হয়। এই কক্ষ দখল করে থাকতেন তিনি। এ ঘটনায় নগরের শাহপরান থানায় অস্ত্র আইনে সাইফুরের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

এনএইচ/বিএ-০৬